দেশে প্রথমবারের মতো ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় নতুন ইতিহাস তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
রোববার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
উপাচার্য আরও বলেন, ‘আমাদের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়েছে। পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দেশের ২৬টি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন করে ইতিহাস তৈরি হলো। এই পরীক্ষা কার্যক্রম শিক্ষার্থী, অভিভাবক সবার দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
তিনি বলেন, ‘আজকের এই পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করলো। ভর্তি পরীক্ষায় উপস্থিতি ছিল প্রায় শতভাগ। শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ঝোঁক তা আজকের উপস্থিতির মাধ্যমে বোঝা যাচ্ছে।’
জানা যায়, দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাবিপ্রবির মোট ১০টি ভবনে ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৪৭১০ জন। এছাড়া ২৪ অক্টোবর ‘খ’ ইউনিটে ১৯৬৫ জন এবং ১ নভেম্বর ‘গ’ ইউনিটে ৮৬৭ জন শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।