শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন।
আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের অভিযোগ ছিল, ভারপ্রাপ্ত অধ্যক্ষের অদক্ষতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। শিক্ষক-কর্মচারীরা ঠিকমতো বেতন-ভাতা পাচ্ছেন না।
শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের একপর্যায়ে ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আলোচনায় বসেন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে। পরে রাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ করেন।
এর আগে মঙ্গলবার আবুল হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা। শিক্ষকদের অভিযোগ ছিল, ভারপ্রাপ্ত অধ্যক্ষের অদক্ষতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। শিক্ষক-কর্মচারীরা ঠিকমতো বেতন-ভাতা পাচ্ছেন না।
সরকারী কর্মকর্তাকে সভাপতি করে গভর্নিং বডি গঠন, বরখাস্তকৃত শিক্ষক-কর্মচারীদের পুনঃবহালসহ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেন তারা।
শিক্ষক-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে রাত সাড়ে আটটার দিকে অধ্যক্ষ পদত্যাগ করেন। বেলা ১০ টা থেকে তিনি তার কক্ষে অবরুদ্ধ ছিলেন।