মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নারকেলগাছ প্রতীক নিয়ে বর্তমান মেয়র মো. মহসিন মিয়া মধু ৪৫৭ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।
আজ রোববার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আলমগীর হোসেন স্বাক্ষরিত কমিশনে পাঠানো বার্তা সিটে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. মহসিন মিয়া মধু মোট ভোট পান পাঁচ হাজার ৯৮৯ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক ভোট পেয়েছেন পাঁচ হাজার ৫৩২টি এবং স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের শেখ আছাদ উদ্দিন আহমেদ পেয়েছেন ২২১ ভোট। এছাড়াও ৩১ ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্যদিয়ে আজ সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এই প্রথম শ্রীমঙ্গলে ইভিএমএ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল পৌরসভায় মোট ভোটার রয়েছে ২০ হাজার ৯৯ জন, এর মধ্যে পুরুষ ১০ হাজার ২০৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৯ হাজার ৮৯৫ জন।