হবিগঞ্জের বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন।
সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এসএম মুরাদ আলি কর্মক্ষেত্রের কৃতিত্ব স্বরূপ তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বানিয়াচং থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নতিতে দ্রুত ব্যবস্থাগ্রহণ, ওয়ারেন্ট তামিল, ইয়াবা, গাঁজা দেশীয় অস্ত্র, বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার, চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান, চোরাচালান প্রতিরোধ, সাধারণ জনগণের সার্বিক সেবাসহ সার্বিক ক্ষেত্রে গত জুন মাসে তিনি জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এর স্বীকৃতি স্বরূপ জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), ডিএসবি,সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ), সকল থানার অফিসার ইনচার্জ, এসআইসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমুখ।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘এই অর্জন আমার একার নয় আমার থানার সংশ্লিষ্ট সকলের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি। জেলা পুলিশ সুপার স্যারের এ পুরস্কার আগামী দিনে আমাকে আরো বেশি দায়িত্বশীল হতে অনুপ্রেরণা যোগাবে।’