সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের নিউজ পোর্টাল এর মধ্যে অন্যতম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদমাধ্যম দৈনিক চলমান দেশ ডট কম এ বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা সহ স্কুল, কলেজ থেকে জরুরী ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী মহিলা ও পুরুষ গনকে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।  ফোন : ০১৭১৭-৭২৩৭৪২,০১৯১৭-১০২০৮৬। দৈনিক চলমান দেশের সাথে থাকুন পড়ুন ও বিজ্ঞাপন দিন। যোগাযোগ : 01717-723742

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা, সুলতানা কামাল
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া থেকেই সারাদেশে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ হয়ে থাকে। অথচ এ জেলাতেই এখন চাপ নেই গ্যাসের। দীর্ঘদিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত এ সমস্যা দেখা দিচ্ছে। ফলে রান্না করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে জেলাবাসীকে। এ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আন্দোলনে নেমেছেন নারীরা।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিতাস গ্যাসের সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা কার্যালয়ের ফটক বন্ধ করে মানববন্ধন করেছেন তারা। এ মানববন্ধনের উদ্যোগ নেন বিশিষ্ট নারী নেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।

 

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। মানববন্ধনে বক্তব্য দেন- প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, জেলা যুব মহিলা লীগের সহসভাপতি তাহমিনা আক্তার পান্না, ইউপি সদস্য মহসিন খন্দকার, গ্যাস ঠিকাদার মো. শাহেদ প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারাদেশে সরবরাহ হচ্ছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না। দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ থাকছে না। এছাড়া দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ আছে। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের।

 

এজন্য দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবি জানান তারা। পাশাপাশি সক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বাসাবাড়িতে বৈধ গ্যাস সংযোগেরও দাবি জানানো হয়। দাবি মানা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

 

পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন নারীরা। মিছিলটি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঘাটুরা বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে গ্যাসের সমস্যা নিরসনে জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

 

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী রবিউল হক বলেন, গ্যাস সরবরাহ কম থাকায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বিক্ষুব্ধ হয়েছে। আজ আন্দোলন করেছেন। শীতকালে গ্যাস সরবরাহ এমনিতেই কম হয়, এছাড়া অবৈধ সংযোগ ও আন্তঃকোম্পানি সমস্যার কারণে গ্রাহকরা গ্যাস কম পাচ্ছেন। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো।

 

ব্রাহ্মণবাড়িয়া/জনদূরভোগ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
দৈনিক চলমান দেশে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিও চিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি-সম্পাদক।
Theme Dwonload From ThemesBazar.Com