সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের নিউজ পোর্টাল এর মধ্যে অন্যতম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদমাধ্যম দৈনিক চলমান দেশ ডট কম এ বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা সহ স্কুল, কলেজ থেকে জরুরী ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী মহিলা ও পুরুষ গনকে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।  ফোন : ০১৭১৭-৭২৩৭৪২,০১৯১৭-১০২০৮৬। দৈনিক চলমান দেশের সাথে থাকুন পড়ুন ও বিজ্ঞাপন দিন। যোগাযোগ : 01717-723742

বঙ্গবন্ধু স্মরণে টিভিতে নানা আয়োজন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১১৯ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী আজ। প্রতিবছরের মতো এবারও টিভি চ্যানেলগুলো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা এবং তার স্মরণে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। আজ সারাদিন দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে প্রামাণ্যচিত্র, সংগীতানুষ্ঠান, নাটক, আলেখ্যানুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান।

জাতীয় শোক দিবসের সেসব অনুষ্ঠান নিয়েই আজকের এ আয়োজন-

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী। এই দিনে প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হয়। এবারও দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন করা হয়েছে। টিভি চ্যানেলেও থাকছে নানা আয়োজন। বিটিভিতে আজ সকাল ৭টায় প্রচার হবে শিশুদের নিয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের বিশেষ অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে থাকছে মাহফুজা আক্তারের প্রযোজনায় ‘পিতার জন্য শোকগাথা’। উপস্থাপনা ও গ্রন্থনায় শাহাদাৎ হোসেন নিপু। এতে কবিতা আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর ও হাসানুজ্জামান কল্লোল। ‘কারাগারের রোজনামচা’, ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থ থেকে পাঠ করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী ও তানভীন সুইটি। পুঁথি পাঠ করেছেন ফজলুর রহমান বাবু। অনুষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার ছোট্ট বালক’ শিরোনামে গান পরিবেশন করেছেন রফিকুল আলম। ‘ঐ মহামানব আসছে’ গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ‘অনেক দিন পরে’ গেয়েছেন কিরণ চন্দ্র রায়। রাত ৯টায় থাকছে নাটক ‘দশটি কফিন ও ইফরানের গল্প’। লিখেছেন ইকবাল খোরশেদ, প্রযোজনায় ঈমাম হোসাইন। অভিনয়ে শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, শাহেদ আলী, মনির শাকিল, সাইদ সুমন প্রমুখ।

বিটিভির পাশাপাশি অন্য চ্যানেলগুলোয় দিনভর রয়েছে বঙ্গবন্ধু স্মরণে নানা আয়োজন।

এটিএন বাংলায় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে আবৃত্তি, গান ও কথার অনুষ্ঠান ‘কালরাত্রির শব্দাবলি’। উপস্থাপনা করেছেন ড. সৌমিত্র শেখর, পরিচালনায় সেলিম দৌলা খান। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার

হবে নাটক ‘হন্তারক’। লিখেছেন সহিদ রাহমান, পরিচালনায় হাসান রেজাউল। অভিনয়ে আহমেদ রুবেল, মাসুম বাশার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু ও হিন্দোল রায়।

চ্যানেল আইয়ে সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু সরাসরি’ সংগীতানুষ্ঠান দিয়ে শুরু হবে আজকের আয়োজন। এ পর্বে সরাসরি অংশ নেবেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটক ‘প্রতিজ্ঞা’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে এলেন শুভ্রা, হান্নান শেলি, মোমেনা চৌধুরী, সোহেল খান প্রমুখ। রাত সাড়ে ৯টায় দেখানো হবে ‘বঙ্গবন্ধুর পরিবেশ ভাবনা’। পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা মুকিত মজুমদার বাবু। শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় নির্মিত প্রতিবেদন ‘মাটি ও মানুষের মহান নেতা’ দেখানো হবে রাত ৯টা ৫০ মিনিটে।

এনটিভিতে প্রামাণ্যচিত্র ‘ফাদার অব বেঙ্গল’ প্রচার হবে বিকেল ৪টা ১৫ মিনিটে। রাত ৯টায় প্রচার হবে আবৃত্তি অনুষ্ঠান ‘তোমাকে হারিয়ে’। মাহিদুল ইসলামের উপস্থাপনা ও মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় এতে আবৃত্তি পরিবেশন করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রূপা চক্রবর্তী, আহকাম উল্লাহ, তামান্না ডেইজী, লিজা চৌধুরী। রাত সাড়ে ৯টায় প্রচার হবে নাটক ‘একটি ডায়েরি ও কিছু প্রশ্ন’। রচনা বদরুল আনাম সৌদ। পরিচালনায় আরিফ খান। অভিনয়ে আলী যাকের, সুবর্ণা মুস্তাফা, সারা যাকের, রাইসুল ইসলাম আসাদ।

আরটিভিতে দুপুর ২টা ১০ মিনিটে থাকছে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ শিরোনামে তথ্যচিত্র। গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনায় সৈয়দ সাবাব আলী আরজু। বিকেল ৫টায় থাকছে আবৃত্তি অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’। এতে অংশ নিয়েছেন সৈয়দ হাসান ইমাম, আরমান পারভেজ মুরাদ, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ। প্রযোজনা করেছেন এম শামসুদ্দিন মিঠু। রাত ৮টায় প্রচার হবে নাটক ‘পরম প্রেমের গল্প’। চিত্রনাট্য ও পরিচালনায় মাসুম শাহরিয়ার। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন ও নাবিলা ইসলাম।

মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে আবৃত্তি আয়োজন ‘বঙ্গবন্ধুকে নিবেদিত পঙ্‌ক্তিমালা’। স্বীকৃতি প্রসাদ বড়ূয়ার প্রযোজনায় এতে অংশ নিয়েছেন আশরাফুল আলম, মাহিদুল ইসলাম, মাসুদুজ্জামান ও নায়লা কাকলী। রাত ৮টায় থাকছে প্রামাণ্যচিত্র ‘টি-৫৪’। রাত সাড়ে ৮টায় প্রচার হবে টেলিছবি ‘রানার’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিন জাহান, শতাব্দী ওয়াদুদ।

বৈশাখী টিভিতে সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘জন্মভূমি’। এতে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেছেন সুমি শবনম ও শিল্পী বিশ্বাস। সকাল ৮টা ২০ মিনিটে থাকছে ‘বৈশাখীর সকালের গান’। এতে গাইবেন কণ্ঠশিল্পী রাজীব।

দীপ্ত টিভিতে রাত সাড়ে ১১টায় প্রচার হবে টক শো ‘বাংলাদেশের ৫০’। ফুয়াদ চৌধুরীর সঞ্চালনায় এতে অতিথি হয়েছেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের প্রত্যক্ষ সাক্ষী আবদুর রহমান শেখ রমা। প্রযোজনায় সাইফুর রহমান সুজন। দুরন্ত টিভিতে বিকেল সাড়ে ৫টায় থাকছে আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু- নানা বর্ণে নানা রেখায়’। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে সাজানো এই আয়োজনটি উপস্থাপনা করেছেন ডা. নুজহাত চৌধুরী, পরিচালনায় সুমনা সিদ্দিকী। রাত সাড়ে ৯টায় শিশুদের বঙ্গবন্ধুর জীবনের গল্প শোনাবেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। ‘গল্প শেষে ঘুমের দেশে’ শিরোনামে এই আয়োজনে শিশু সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন নবনী দত্ত প্রাপ্তি ও হিরণ্ময় সাহা নক্ষত্র। পরিবারের বড় সদস্য মনোজ প্রামাণিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
দৈনিক চলমান দেশে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিও চিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি-সম্পাদক।
Theme Dwonload From ThemesBazar.Com