নিহতরা হলেন, অটোরিকশাচালক রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে শাহ আরশ আলী (৩০) এবং অটোরিকশার যাত্রী একই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশায় বাহুবল যাচ্ছিলেন নুরেয়া বেগম। রোকনপুর বাজারে আসলে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী এম আর পরিবহনের বাস পেছন দিক থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মারা যান আরশ আলী ও নুরেয়া বেগম। এ সময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় ঘন্টাখানেক মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নবীগঞ্জের গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি শান্ত করেন এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে জব্দ করেন।