নিহত রুমা আক্তার তরংগীয়া কৃষ্ণতলা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ও মারিয়া আক্তার একই গ্রামের শফিক মিয়ার মেয়ে। নিহতরা মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় ইউপি সদস্য আহমদ আলী ও নিহতের দাদা আলী হোসেন জানান, পরিবারের সবার অগোচরে রবিবার বিকালে দুই বোন বাড়ির পাশে আবু হানিফার পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়।
পরে পুকুরের পাড়ে তাদের জামা প্যান্ট দেখে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে পুকুরের তলদেশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।নিহত রুমা স্থানীয় ব্রাক স্কুলে পড়া লেখা করত।
ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া বলেন, পুকুরে গোসল করতে নেমে দুই বোন পানিতে ডুবে মারা যায়। লাশ পরিবারের কাছে রয়েছে। পুলিশকে জানানো হয়েছে।