সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন-বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে বাজিদ মিয়া (৫০) ও একই গ্রামের উস্তার মিয়ার ছেলে আনহার মিয়া (২০)। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সংজ্ঞা হারিয়ে ফেলেন মা-বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন মক্রমপুর ইউপি চেয়ারম্যান মো. আহাদ মিয়া। তিনি জানান, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। এ মুহূর্তে তাদের জন্য তেমন কিছু করার নেই। তবে উপজেলা নির্বাহী অফিসারকে পরিবারের খোঁজখবর নিতে বলা হচ্ছে।
বাজিদ মিয়া প্রায় ২ বছর পূর্বে এবং আনহার মিয়া ৬ মাস পূর্বে সৌদি আরবে যান। তারা দুজনেই সৌদি আরবের তাবুক শহরে বসবাস করতেন। সেখানে তারা একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টার দিকে) তারা মাইক্রোবাসে কাজ থেকে ফিরছিলেন। এ সময় হঠাৎ ব্রেক ফেল করে মাইক্রোবাসটি রাস্তার পাশে দণ্ডায়মান একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসটির ৫ আরোহী নিহত হন।