বহুল আলোচিত বাংলাদেশ – ইংল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পূর্ব- নির্ধারিত ১ মার্চ ১ম ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বহুল আলোচিত এই দ্বিপাক্ষিক সিরিজ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ২৪ ফেব্রুয়ারী বাংলাদেশের মাটিতে পা রাখবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এই সফরে বাংলাদেশের সাথে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা। ১ ও ৩ মার্চ মিরপুরে খেলবে দুটি ওয়ানডে। ৬ ও ৯ মার্চ ৩য় ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১২ এবং ১৪ মার্চ সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি খেলবে মিরপুর স্টেডিয়ামে।
ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর ২:৩০ মিনিটে এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬ টায়।