স্পেনের ঐতিহাসিক মাদ্রিদ ডার্বিতে আজ রাত ১১:৩০ মিনিটে মুখামুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং এতলেটিকো মাদ্রিদ।সাম্প্রতিক ফর্ম বিবেচনায় রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও আজকের মাদ্রিদ ডার্বি যে সহজ হবে না সেটা ভালো করেই জানে দুই দলের কোচ এবং প্লেয়াররা।
ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো।এতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না রিয়ালের। এথলেটিকো মাদ্রিদের দুশ্চিন্তা আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে নিয়ে ইঞ্জুরিতে ছিটকে যাওয়ার আশঙ্কায় এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
হাইভোল্টেজ এই মাদ্রিদ ডার্বি রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে গড়াবে রাত সারে ১১ টাই।
শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে আজকের এই মাদ্রিদ ডার্বিতে জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে রিয়াল বস কার্লো আনচেলত্তি। লীগে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১৯ জয় এবং ২ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিল টপার বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ১৬ জয় এবং ৩ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থানে রিয়াল মাদ্রিদ।সমান ২২ ম্যাচে ১২ জয় এবং ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ।