রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ। আগামীকাল দুপুর ২:৩০ মিনিটে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ।
ঘরের মাঠে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হবে না এটা মাথায় রেখেই আগামীকাল প্রথম ওয়ানডেতে মাঠে নামবে জস বাটলারের নেতৃত্বাধীন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
২০১৫ সালের পর থেকে ঘরের মাঠে কোন সিরিজ হারিনি টিম বাংলাদেশ একমাত্র ইংল্যান্ড ব্যতীত টেস্ট স্ট্যাটাস পাওয়া বাকি সব দলকে সিরিজ হারানোর রেকর্ড থাকলেও ইংল্যান্ডের সাথে এখনো কোন সিরিজ জিততে পারেনি টিম টাইগারস।
এবার সেই হতাশা দূর করতে চাই বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সেও বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ দল। ঘরের মাঠে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে সিরিজ জয় করেছে টিম টাইগার্স। এবার সামনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রতিপক্ষ যেই হোক চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করার মতো শক্তি সামর্থ দুইটাই আছে টাইগারদের।
ব্যাটিংয়ে তামিম,সাকিব,লিটনরা নিজেদের সহজাত খেলাটা খেলতে পারলে আর বোলিংয়ে সাকিব,মিরাজ,মুস্তাফিজরা জ্বলে উঠতে পারলে জয় অসম্ভব নয়।