মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে বরুণ কন্দ (২৫) নামের এক চা শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরঞ্জি চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল হান্নান বলেন, বিকেলে বৃষ্টিপাতের সময় চা শ্রমিক বরুণ কন্দ লাকড়ি সংগ্রহ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।