সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আব্দুল বারী (৫৪) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুন নগর গ্রামের মৃত মফিজ আলীর পুত্র।আজ মঙ্গলবার দুপুর ১২ টায় আকাশে কালো মেঘ ও প্রচন্ড বজ্রপাত হয় সে সময় তিনি বাড়ির পাশে ডেকার হাওরে গরু চড়াতে যায়। সেখানে গরু চড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পরে ঘটনাস্থলেই তিনি মারা যায়। তার ২ ছেলে ও ৩ মেয়ে সন্তান রয়েছে। বজ্রপাতে মৃত আব্দুল বারীর বাতিজা লায়েক মিয়া জানান, আমার চাচা বজ্রপাতে মৃত্যু হয়েছে। পান্ডারগাও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, দুপুর ১২ টায় নতুন নগর গ্রামে বজ্রপাতে আব্দুল বারী নামের একজনের মৃত্যু হয়েছে। এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম জানান, নতুন নগর গ্রামে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।