সুনামগঞ্জের দিরাইয়ে গতকাল বৃহস্পতিবার নদীতে গোসল করতে নেমে নয় বছরের এক শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। আজ শুক্রবার দুপুরে নদীতে তার লাশ ভেসে উঠেছে।
শিশুটির নাম সুমাইয়া আক্তার (৯)। সে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। দিরাইয়ের করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামে সে নানার বাড়িতে এসেছিল। গতকাল নানার গ্রামের আরও কয়েক শিশুর সঙ্গে সে পাশের কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল নদীতে নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন ও স্বজনেরা চেষ্টা করেও সুমাইয়ার সন্ধান পাননি। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তারাও শিশুটির সন্ধান পায়নি। পরে আজ দুপুরের দিকে নদীর পানিতে তার লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করেন।
দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ দাফনের প্রস্তুতি চলছে।