ফেঞ্চুগঞ্জে এক প্রধান শিক্ষকের বাসায় দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে ১৮ অক্টোবর বিকালে ফেঞ্চুগঞ্জ হাজী করম উল্ল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্কুল পাশ্ববর্তী ভাড়াটে বাসায়।
প্রধান শিক্ষক আমিন উদ্দীন জানান, তিনি স্কুল সংলগ্ন ভাড়াটে বাসায় দীর্ঘদিন থেকে সপরিবারে বসবাস করে আসছেন। গত ১৫ অক্টোবর সপরিবারে নিজ বাড়ী ব্রাক্ষন বাড়ীয়া চলে যান।
প্রধান শিক্ষক জানান, চোরচক্র ঘটনার বিকেলে বাসায় লোকজন না থাকাতে বন্ধ বাসার তালাভেঙ্গে ঘরের ভেতর ঢুকে ষ্টীলের আলমিরাসহ বিভিন্ন জিনিষ ভেঙ্গে নগদ ৪৫ হাজার টাকা, ১ ভরি স্বর্ন অলংকার ১টি মোবাইল ফোন নিয়ে যায়। চোর চক্র চুরির পর রান্না ঘরের দরজা ভেতর দিয়ে খুলে বেরিয়ে যায়।