শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন ওরফে হোসেন আহমদ (৩৫) ও একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করি। সুরতহাল শেষে লাশ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।