সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মাহবুব (২৭) নামের এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
২৭ বছর বয়সী মাহবুব কুড়িগ্রাম জেলার আছর উদ্দিনের ছেলে। তিনি সুনামগঞ্জে কয়েক বছর ধরে নির্মাণশ্রমিকের কাজ করছিলেন।
নিহত মাহবুব কুড়িগ্রাম জেলার বাসিন্দা আছর উদ্দিনের ছেলে। তিনি সুনামগঞ্জে কয়েক বছর ধরে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। সোমবার কাজের সময় অসাবধানতাবসত পা পিছলে নিচে পড়ে যান মাহবুব। পরে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।