রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওই নারীর নাম সামসুন্নাহার (৫৫)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। কয়েক দিন আগে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে তিনি দগ্ধ হন। তাঁকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছিল।
দগ্ধ সামসুন্নাহারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক এম এ হামিদ বলেন, গত দুই দিনে কোনো নতুন দগ্ধ রোগী ভর্তি হননি, বর্তমানে চিকিৎসাধীন ২২ জন। তাঁদের শরীরের ২০ থেকে ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।
কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে ২২ জন দগ্ধ এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। দুই সপ্তাহের মধ্যে রংপুর ও বিভাগের বিভিন্ন উপজেলায় এসব অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।
রংপুর/আগুনে দগ্ধ/মৃত্যু