হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পদক এ ভূষিত হয়েছেন।
আজ মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলা পুলিশের অভিন্ন মানদণ্ডে যথা: মাদকদ্রব্য, পলাতক আসামি, চুরি, ডাকাতি সহ চ্যালেঞ্জিং বিভিন্ন মামলায় নিজেকে একজন সফল পুলিশ কর্মকর্তা হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
ধারাবাহিকতায় এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভার মূল্যায়নের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) অজয় চন্দ্র দেব কে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি এ সম্মাননা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব পুলিশ, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চোরাচালান, ডাকাতিসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে তার অভিযান অব্যাহত থাকবে।