গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। আজ সোমবার ৭(মার্চ) সকালে উপজেলার কুন্দাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত চালকের নাম অজয় চন্দ্র মণ্ডল (২৭)। তিনি উপজেলার কুন্দাঘাটা এলাকার ধীরেন চন্দ্র মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজয় সকালে ট্রাক্টর নিয়ে বাড়ি থেকে বের হয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিলেন। ট্রাক্টরটি কুন্দাঘাটা এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অজয়ের মৃত্যু হয়। পরে এলাকাবাসী পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে নিহত অজয় চন্দ্র মণ্ডলের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর ট্রাক্টর উল্টে চালক নিহত।