বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়েছে।
বুধবার (১১ আগষ্ট) বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদারের তত্বাবধানে থানার চারপাশের খালি স্থানে বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেব নাথসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সারাদেশে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা চারা গাছ রোপণ করেছি। তাছাড়া প্রতি বছর এই বর্ষার মৌসুমে আমরা বৃক্ষ রোপণ করে থাকি, এখনই বৃক্ষরোপণ করার মোক্ষম সময়।
ওসি আরোও বলেন, থানা প্রাঙ্গণকে সবুজে আবৃত্ত করার চেষ্টা করছি। যাতে মানুষ এসে সবুজ গাছপালা দেখে তৃপ্ত হয়। এই বর্ষার মৌসুমে গাছের চারা রোপন করার জন্য তিনি সকলের প্রতি বিশেষ আহ্বান জানান।