স্টাফ রিপোর্টার: বিশ্বজিৎ পাল
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নং বহড়া ইউনিয়নের বহড়া গ্রামের মো: আব্দুল জাহের এর পুত্র জয়নাল মিয়া তাহার বসতবাড়িতে গত ২৩ (জুন) রহস্য জনক ভাবে মৃত্যু হয়।
খবর পেয়ে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ (তদন্ত) ফাঁড়ির একটি টিম মৃত জয়নালের বাড়িতে গিয়ে তাহার বাড়ির পেয়ারা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে নিহতের বাবা মোঃ: আব্দুল জাহের মিয়া গত ২৯(জুন) বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে সোমবার (১১ জুলাই) সকাল ১০টায় বহড়ার রাবার ড্রাম সংলগ্ন স্থানে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।