এফ এ নয়নঃ টঙ্গী
টঙ্গী আবদুল্লাপুর রেল ব্রিজ সংলগ্ন ট্রেনের সাথে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নবী হোসেন (৪৫),পিতা মৃতঃআব্দুল গনি ।
শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে টঙ্গী আবদুল্লাপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায, তিনি টঙ্গী এরশাদ নগর এলাকায় বসবাস করত,এবং কাঁচামালের ব্যবসা করে জীবন সংসার চালাত। তার ছোটভাই এর পরিবার ও তার সন্তান আব্দুল্লাহপুরে একটি মাদ্রাসায় পড়ার কারণে আজকে সন্তান ও ছোট ভাইয়ের পরিবার কে দেখার জন্য আব্দুল্লাহপুরে আসেন। কিন্তু আব্দুলপুর রেল ব্রিজ সংলগ্ন আসার পথেই ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মারা যান।
জানা যায়, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনের বিরামচর। সে দীর্ঘদিন টঙ্গী এরশাদ নগর এ পরিবার নিয়ে বসবাস করে আসছিল।
দক্ষিনখান থানার পুলিশ এবং রেলওয়ে পুলিশের সমন্বয়ে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করে।