শনিবার, ০৬ জুলাই ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের নিউজ পোর্টাল এর মধ্যে অন্যতম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদমাধ্যম দৈনিক চলমান দেশ ডট কম এ বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা সহ স্কুল, কলেজ থেকে জরুরী ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী মহিলা ও পুরুষ গনকে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।  ফোন : ০১৭১৭-৭২৩৭৪২,০১৯১৭-১০২০৮৬। দৈনিক চলমান দেশের সাথে থাকুন পড়ুন ও বিজ্ঞাপন দিন। যোগাযোগ : 01717-723742

মাধবপুরে পুলিশের অভিযানে জোয়ার সরঞ্জাম সহ ৫ জোয়ারী আটক

অনলাইন নিউজ ডেস্ক::
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৬৪ বার পঠিত

চলমান দেশ ডেস্ক :

হবিগঞ্জের মাধবপুর থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৫(পাঁচ)
জুয়াড়ীকে  আটক ও নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে।

 

১৯ মার্চ টিম মাধবপুর থানার বিশেষ অভিযানে  আনুমানিক ১৬.৩০ ঘটিকার সময় এসআই (নিঃ) এসএম বুলবুল আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ বেজুড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া সঙ্গবদ্ধ জয়ার ইচ্ছাপের ৫০০ দেশ থেকে আটক করতে সক্ষম হয়।

 

আটকৃতরা  হল ১. মোঃ আরিছ মিয়া( ৫০), পিতা-মৃত মন্নর আলী গ্রাম- জোয়ালভাঙ্গা (০৫নং আন্দিউড়া ইউপি) , ২. নয়ন রায় (৩৭), পিতা-নারায়ন রায় , গ্রাম-বনিকপাড়া, (মাধবপুর পৌরসভা) , ৩. মোঃ হেলাল মিয়া(৩৮), পিতা-মোঃ নুর হোসেন ,স্থায়ী: গ্রাম- জোয়ালভাঙ্গা (০৫নং আন্দিউড়া ইউপি) , ৪. ) মোঃ মাজু মিয়া(৪৮), পিতা-মৃত সিরাজ মিয়া ,স্থায়ী: গ্রাম- জোয়ালভাঙ্গা (০৫নং আন্দিউড়া ইউপি) , ৫. মোঃ কাওসার মিয়া (৫০), পিতা-মৃত ফজলু মিয়া ,স্থায়ী: গ্রাম- জোয়ালভাঙ্গা (০৫নং আন্দিউড়া ইউপি) , সর্বথানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জদেরকে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা হয়।

 

আটককৃতদের হেফাজত হইতে জুয়া খেলায় ব্যবহৃত ০৬টি জুয়া খেলার গুটি, ০১টি কালো মগ ও ০২টি জুয়া খেলার কোট সহ নগদ ২৩,৮০০/- টাকা উদ্ধার করা হয়।

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক”দৈনিক চলমান দেশ” কে এর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত: অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

 

তিনি আরো বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও জোয়া সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
দৈনিক চলমান দেশে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিও চিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি-সম্পাদক।
Theme Dwonload From ThemesBazar.Com