শুক্রবার, ১২ জুলাই ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের নিউজ পোর্টাল এর মধ্যে অন্যতম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদমাধ্যম দৈনিক চলমান দেশ ডট কম এ বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা সহ স্কুল, কলেজ থেকে জরুরী ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী মহিলা ও পুরুষ গনকে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।  ফোন : ০১৭১৭-৭২৩৭৪২,০১৯১৭-১০২০৮৬। দৈনিক চলমান দেশের সাথে থাকুন পড়ুন ও বিজ্ঞাপন দিন। যোগাযোগ : 01717-723742

সোহান, মুশফিক দুজনেই খুশি, রিয়াদ–দৈনিক চলমান দেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৯২ বার পঠিত

জাতীয় দলে দীর্ঘদিন ধরে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করে আসছেন মুশফিকুর রহিম। যদিও তার কিপিং নিয়ে নানা সময়েই উঠেছে প্রশ্ন। সাম্প্রতিক সময়ে মুশফিকের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে নুরুল হাসান সোহান গ্লাভস হাতে দেখিয়েছেন নজরকাড়া পারফরম্যান্স।

ফলে টিম ম্যানেজমেন্ট দ্বিধায় পড়েছে- অদূর ভবিষ্যতে কিপিংয়ের দায়িত্ব পালন করবেন কে। ৩০ আগস্ট প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ সোহান এবং পরের দুই ম্যাচ মুশফিক কিপিং করবেন। পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত করা হবে পঞ্চম ম্যাচে কে এই দায়িত্ব পালন করবেন।

 

দায়িত্ব ভাগাভাগি কিংবা নিজেদের নতুন করে প্রমাণের এই ব্যাপারটিকে ক্রিকেটাররা কীভাবে দেখছেন এ নিয়ে বেশ আলোচনা হয়েছে ক্রিকেট অঙ্গনে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য জানালেন, দায়িত্ব ভাগাভাগি নিয়ে মুশফিক বা সোহান অখুশি নন, বরং দুজনই খুশি।

সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, ‘প্রভাবের কিছু নেই। মুশফিক দলের একজন সদস্য। সে দারুণ একজন সতীর্থ। সোহানের সাথে কিপিং ভাগাভাগি করতে পেরে সে খুশি। সবকিছু ঠিকাছে। মুশফিক খুশি, সোহানও খুশি। সোহান ইদানীং অনেক ভালো করছে। মুশফিক তো কয়েক বছর ধরেই ভালো করছে। কাজের চাপ ভাগাভাগি করে নিলে দলের জন্যই ভালো হবে।’ 

মুশফিকের মত সিনিয়র ক্রিকেটারকে নিজের যোগ্যতা পরীক্ষায় বসতে হচ্ছে দেখে দলে অস্থিরতা কাজ করছে বলে অনুমান অনেকের। রিয়াদ অবশ্য জানালেন, এই সিদ্ধান্তে খুশি দলের সবাই।

তিনি বলেন, ‘কোনো অসুবিধা নেই। দুইজনই খুশি আছে। টিম ম্যানেজমেন্টও খুশি আছে। এই জিনিস নিয়ে আমাদের খুব একটা ভাবনা নেই। লিটনের কিপিংয়ের কথা তো এখনও বলাই হয়নি! সবাই সমানভাবে ভালো করছে। পুরো দলই এ ব্যাপারে ইতিবাচক।’ 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
দৈনিক চলমান দেশে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিও চিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি-সম্পাদক।
Theme Dwonload From ThemesBazar.Com